Recent Posts

খালেদা জিয়া একটি পয়সাও চুরি করেন নাই: জয়নুল

No comments

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একটি পয়সাও চুরি করেন নাই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

২৪ জুন, রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সোনালী ব্যাংকের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন জয়নুল।

দেশের সরকারপ্রধান মিথ্যাভাবে বলেছেন যে, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে মেরে খেয়েছেন দাবি করে জয়নুল আবেদীন বলেন, ‘সারা দেশের মানুষ জানে, বেগম খালেদা জিয়া একটি পয়সাও চুরি করেন নাই। আর যে জাজমেন্ট হয়েছে, সেটি বুঝতে হবে।

 একটি দেশের সরকারপ্রধান মিথ্যাভাবে বলে খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে মেরে খেয়েছে। কিন্তু সেটি আদালতে প্রমাণ হয়নি।’

জয়নুল আরও বলেন, ‘তাদের (সরকারের) অভিযোগ খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করেছেন। সেটিও প্রমাণ হয়নি, এজন্য এটি বলা যাবে না।

আপনারা জানেন, খালেদা জিয়া দীর্ঘ চার মাস ধরে কারাগারে রয়েছেন। এমন জায়গায় আছেন, সেখানে কোনো মানুষ থাকে না।

সরকারের নীলনকশা খালেদা জিয়াকে জেলখানায় রেখে তারা একটি নির্বাচন করতে চায়। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে চাই।

খালেদা জিয়া আইনগতভাবেই বেইল (জামিন) পাওয়ার অধিকারী। কিন্তু আইনগতভাবে খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না।’

খালেদা জিয়া সরকারের কারণে জামিন পাচ্ছেন না বলে অভিযোগ করে এই আইনজীবী বলেন, ‘আমাদের দেশের সর্বোচ্চ আদালতের প্রতি একটি কথা বলতে চাই, দেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের প্রতি। সরকারের এজেন্ডা আপনারা ওখানে বসে বাস্তবায়ন করবেন না।

সরকার চায় খালেদা জিয়াকে দীর্ঘ দিন আটকে রাখতে। সরকার চায় খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করতে।

আর আপনারা (আদালত) যদি সরকারের সেই ইচ্ছা বাস্তবায়ন করতে সহযোগিতা করেন, তাহলে বিচার বিভাগের ওপর সারা দেশের মানুষের আস্থা থাকবে না। আমাদের আইনজীবীদেরও আস্থা থাকবে না।’

বিচারকদের উদ্দেশে জয়নুল আবেদীন বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির সভাপতি হিসেবে অমি আপনাদের প্রতি বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনারা দয়া করে নিরপেক্ষভাবে বিচার করুন। আইনজীবীরা যদি রাস্তায় নামে তাহলে আপনাদেরকে জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিম উদ্দীন রোডের কারাগারে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

কারাগারে পৌঁছালো বেগম খালেদা জিয়ার জামিননামা

No comments
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিননামা কারাগারে পাঠানো হয়েছে। তবে অন্য মামলায় গ্রেফতার থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি।

ঢাকা মহানগর জুডিশিয়াল মুন্সিখানা শাখার পেশকার ওমর ফারুক চৌধুরী জানান, রোববার (২৪ জুন) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী খালেদার জামিননামায় স্বাক্ষর করেন। এরপর ডাকযোগে তা নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এ ব্যাপারে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, আমরা জামিননামা মে মাসে দাখিল করেছি। দীর্ঘদিন পর আজ জামিননামা স্বাক্ষর হয়। সেটি কারাগারে পাঠানো হয়েছে। কারা কর্তৃপক্ষ যাচাই-বাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবেন।

এর আগে ১৬ মে ঢাকা মহানগর জুডিশিয়াল মুন্সিখানায় এ জামিননামা দাখিল করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদীন মেজবাহ। 

ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার দায়ের করা হাইকোর্টের আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দেন আদালত।

আপিল বিভাগ থেকে খালেদা জিয়া জামিন পেলেও অন্য মামলায় গ্রেফতার থাকায় আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা। 

গত ১২ মার্চ দুদকের আবেদনের শুনানি নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। 

পাশাপাশি এ মামলায় খালেদা জিয়ার সাজা কেন বাড়ানো হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।

এরপর ১৯ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ ৮ মে পর্যন্ত জামিন স্থগিতের আদেশ দেন। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীদের আপিলের সার-সংক্ষেপ জমা দিতে বলেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। 

একই সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির প্রত্যেককে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায়ের দিনই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আবারো গাজীপুরের এসপি হারুনকে প্রত্যাহার দাবি বিএনপির

No comments
গাজীপুর সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আবারো সেখানকার পুলিশ সুপারকে (এসপি) হারুন অর রশীদকে প্রত্যাহার করতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ করেছে বিএনপি। এরআগেও এ কর্মকর্তার প্রত্যাহার চেয়েছিল দলটি।

নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে বৈঠক শেষে রোববার বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, একজন ব্যক্তির জন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক এটা হতে পারে না। তাকে প্রত্যাহার করা হলে নির্বাচনী পরিবেশ দ্রুত ভালো হয়ে যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, আশঙ্কা আছে বলেই তো আলোচনা করছি।

তিনি বলেন, গাজীপুরে ১১ লাখ ভোটার। তারা যদি নির্বিঘ্নে তাদের ভোট দিতে না পারে, এটা কিন্তু আর গাজীপুরে সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে।

ড. মঈন খান বলেন, আমরা কমিশনকে বলেছি- সংবিধানে আপনাদের অনেক ক্ষমতা দেয়া হয়েছে। আপনারা সেগুলোর সঠিক ব্যবহার করুন, অপব্যবহার নয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও বরকত উল্লাহ বুলু বৈঠকে উপস্থিত ছিলেন।

এ সময় বৈঠকে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

রাজশাহীতে বুলবুল, বরিশালে সরোয়ার বিএনপির প্রার্থী

No comments
সিটি নির্বাচনে রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল আর বরিশালে মজিবুর রহমান সরোয়ারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। 

সিলেট সিটির প্রার্থীর নাম ঘোষণা করা হবে সোমবার। রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

ধারণা করা হচ্ছে- দলীয় কোন্দলের কারণে সিলেট সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা বিলম্বিত হচ্ছে। তবে জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান মেয়র আরিফুল হক।

এদিকে ইতোমধ্যে তিন সিটিতে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজশাহীতে এএইচএম খায়রুজ্জামান লিটন, সিলেটে বদরউদ্দিন আহমেদ কামরান আর বরিশালে সাদিক আবদুল্লাহকে প্রার্থী করেছে দলটি।

গাজীপুর সিটি নির্বাচন হবে এসিড টেস্ট: মওদুদ

No comments
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) জন্য ‘এসিড টেস্ট’ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

২৩ জুন, শ‌নিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কারাবন্দী খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় মওদুদ এই মন্তব্য করেন।

‘গাজীপুরের নির্বাচন হবে সরকার ও নির্বাচন কমিশনের জন্য একটা ‘‘এসিড টেস্ট’’। আমরা দেখব, তারা কী করেন? গাজীপুরের নির্বাচনে অসম্ভব জনসমর্থন রয়েছে ধানের শীষের পক্ষে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি খুলনা স্টাইলে নির্বাচন করেন গাজীপুরে, এর পরিণতি হবে ভয়াবহ’, বলেন মওদুদ।

গাজীপুরের নির্বাচন দেখে তিন সিটি নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা তিনটি সিটি করপোরেশনে মনোনয়ন দেবো, সবকিছুই করছি আমরা। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।

গাজীপুরের নির্বাচনের পরে আমরা ঠিক করব, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে, আমরা বাকি তিনটি সিটি করপোরেশন নির্বাচনে অর্থাৎ বরিশাল, সিলেট ও রাজশাহীর নির্বাচনে অংশগ্রহণ করব কি করব না।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন প্রমুখ।

খালেদা জিয়ার জামিন হবে কি না জানা যাবে ২ জুলাই

No comments
কুমিল্লায় হরতাল অবরোধের সময় গাড়িতে অগ্নিসংযোগ করে যাত্রী হত্যার অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের রায় আগামী ২ জুলাই।

পাশাপাশি কুমিল্লায় নাশকতার অভিযোগের মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিষয়ে শুনানির জন্য ২ জুলাই (সোমবার) দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

২৪ জুন, রবিবার বেলা ১১টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এরআগে সকাল ৯টা ৪০মিনিটে আপিল বেঞ্চে শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অপরদিকে খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলীসহ অন্য আইনজীবীরা।

এর আগে গত ২৮ মে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ কুমিল্লার হত্যা ও নাশকতার দুই মামলায় খালেদাকে জামিন দেন। সে আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

২৯ মে, রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত জামিন স্থগিত করেন। পরবর্তী শুনানির জন্য ৩১ মে দিন নির্ধারণ করেন এবং আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

পরে ৩১ মে শুনানির পর আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে আদেশ দেন।

২০ মে হাইকোর্টে ওই দুই মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়া। ২৭ মে কুমিল্লায় নাশকতার দুই মামলার ওপর শুনানি শেষে ২৮ মে খালেদাকে জামিন দেন হাইকোর্ট।

২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আহত হন আরও ২০ জন। সেসব ঘটনায় একটি হত্যা ও একটি নাশকতার মামলা করে পুলিশ।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুরে আইনজীবীদের বিক্ষোভ

No comments
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

২৪ জুন, রবিবার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সোনালী ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করবেন তারা।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সংগঠনটির সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম সম্পাদক ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। কর্মসূচিতে বিএনপির সিনিয়র আইনজীবীরা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে রয়েছেন।