কয়েনের পরিবর্তে টাকা চাওয়ায় বঙ্গবন্ধুকে অবমাননার মামলা
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক টাকার কয়েন না নিয়ে তার পরিবর্তে নোট চাওয়ায় মুদি দোকানীর বিরুদ্ধে বঙ্গবন্ধুকে অবমাননার মামলা করা হয়েছে।
ওই এক টাকার কয়েনে বঙ্গবন্ধুর ছবি ছিল দাবি করে মিজানুর রহমান নামের এক ব্যক্তির মামলায় ওই মুদি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে পৌর এলাকার ঘাগৈর গ্রামের ফজলুর রহমান (৫০) নামের ওই ব্যবসায়ীকে আটক করে স্থানীয় থানার পুলিশ। ফজলুর রহমান মুমুরদিয়া ইউনিয়নের তেরগাতি গ্রামের আ: হেকিম বাদশা মিয়ার পুত্র।
জানা যায়, রোববার দুপুরে ঘাগৈর গ্রামের আসাদ মিয়ার ভাগিনা মিজানুর রহমান স্থানীয় মুদি ব্যবসায়ী ফজলুর রহমানের দোকান থেকে দু’টি স্টার সিগারেট কিনে একটি পাঁচ টাকা, দু’টি দুই টাকার নোট ও একটি এক টাকার কয়েন দিলে দোকানী কয়েনের পরিবর্তে নোট দিতে বলে।এ নিয়ে উভয়ের মাঝে তর্ক বিতর্ক হয়।
এ ঘটনায় মিজানুর রহমান বঙ্গবন্ধুর ছবি সম্বলিত কয়েনকে অবমাননার বিষয় উল্লেখ করে কটিয়াদী থানায় একটি অভিযোগ দায়ের করে।
মিজান ঢাকা উত্তরা থেকে বেড়াতে আসে এবং অভিযোগ দিয়ে লাপাত্তা হয়ে যায়।
কটিয়াদী থানা হাজতে আটক মুদি ব্যবসায়ী ফজলুর রহমান বলেন, ‘আমি মিজানকে কয়েনটির পরিবর্তে নোট দিতে বললে সে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং দেখে নেয়ার হুমকি দেয়।’
‘আমি বঙ্গবন্ধুর বিষয়ে কোন ধরণের মন্তব্য করিনি। তার মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আমাকে আটক করেছে।’
এ ব্যাপারে কটিয়াদী থানার ওসি জাকির রব্বানী বলেন, ‘বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি ।’
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment