‘ভারত আমাগো ভোট দেয়ার অধিকারটাও কাইড়া নিছে’
লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘ইন্ডিয়া আমাগো নির্বাচনে ভোট দেয়ার অধিকারটাও কাইড়া নিছে।
তিনি তার ফেসবুকে লিখেছেন, ইন্ডিয়ারে কেমনে ডিল করবে এইটা বিএনপি বুইঝ্যা উঠতে পারতেছে না ।
যেই দেশটা ক্রমাগত আমাগো অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতেছে। এমনকী আমাগো নির্বাচনে ভোট দেয়ার অধিকারটাও কাইড়া নিছে।
প্রণব যেইখানে আমাগো সেনাপ্রধানের চাকরির নিশ্চয়তা দেয়। সীমান্তে যেইখানে ইন্ডিয়া পাখির মতো বাংলাদেশের নাগরিকরে মারে।
বাঁধ দিয়া আমাগো নদীগুলা মাইরা ফেলাইছে। এমনকী চাকরিগুলা নিয়া যাইতেছে। বাংলাদেশে কত ইন্ডিয়ান বৈধ আর অবৈধভাবে কাজ করে হিসাব নাই।
এই ইন্ডিয়া আমাগো মর্যাদায় আঘাত দিছে। সেই ইন্ডিয়ার লগে বাংলাদেশের নির্বাচন নিয়া ডিল করতে গেছে বিএনপি। বহুত খুব।
পিনাকী বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগের মতো জনবিচ্ছিন্ন হইতে চায় তাইলে কার কী করার আছে?
বিএনপির মুরগি বিএনপি লেজে কাটলে আমাগো কিছু বলার আছে কি? বিএনপির যে বিশাল দেশপ্রেমিক ন্যাশনালিস্ট সমর্থক গোষ্ঠী আছে, তারা হয়তো তখন নতুন কোন শক্তিরে খুঁইজ্যা নিবে বা তৈরি করবে।
“আমরা চাই বা না চাই ইন্ডিয়া আমাগো প্রতিবেশী থাকবো। এইটা আমরা বদলাইতে পারবো না। নিশ্চয় আমরা মর্যাদা সমুন্নত রাইখ্যা কীভাবে ইন্ডিয়ার লগে ডিল করা যায় সেইটার তরিকা বাইর করবো।
কিন্তু মর্যাদা বিকাইয়া ইন্ডিয়ার লগে কোন ডিল বাংলাদেশের বেশিরভাগ মানুষ মানবে না। এইটাও অনিবার্য। বিএনপি কি এইটা বোঝে?
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment