যে কারনে আজ জরুরী সংবাদ সম্মেলন করবে বিএনপি
সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিষয়টি শনিবার রাতে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির।
দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন মির্জা ফখরুল।
এছাড়া ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে কারাফটক থেকে ফিরে আসার বিষয়েও কথা বলতে পারেন তিনি।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে আছেন।
শনিবার বেলা ১২টার দিকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে দলীয় নেত্রীর সঙ্গে দেখা করতে না পেরে কারাফটক থেকেই ফিরে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা।
এদিন কারাগারের মূল ফটক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয়। পরে সেখানে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দেন।
উৎসঃ jugantor
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment