ঈদ উপলক্ষে স্বর্ণের গহনায় ৭০ শতাংশ ছাড়!

No comments

ঈদ উপলক্ষে দুবাইতে স্বর্ণের ও ডায়মন্ডের গয়নায় ২৫ শতাংশ থেকে ৭০ শতাংশ ছাড় দিয়েছে। এটি ঈদের পরেও ৭দিন বলবত থাকবে।

গলফ নিউজের খবরে বলা হয় যেসব ক্রেতা ১০ হাজার দিরহামের উপরে (বাংলাদেশি টাকায় ১ দিরহাম ২৩ টাকা) স্বর্ণের বা ডায়মন্ডের গহনা ক্রয় করবেন তাদের এই ছাড় দেয়া হবে। এর বাইরে তাদের ১৯০০ দিরহাম মূল্যের একটি কয়েন দেয়া হবে উপহার স্বরুপ।

দুবাইয়ের জহুরা জুয়েলার্স, মালাবার গোল্ড এন্ড ডায়ামন্ড, কল্যান জুয়েলার্স, স্কাই জুয়েলার্স, লা মারকুইস জুয়েলার্স, আল মেইন জুয়েলার্স ছাড়াও আরো কয়েকটি জুয়েলার্সে এ অফার রয়েছে।

উল্লেখ্য, দুবাইতে প্রতিবছর ২ দশমিক ১ বিলিয়ন ডলারের স্বর্নের গয়না বিক্রি হয়। বাংলাদেশের ব্যাগেজ রুল অনুযায়ি প্রায় ৫০০ গ্রামের স্বর্নালংকার বিনা শুল্কে যেকোন যাত্রী দেশে আনতে পারে।-আমাদের সময়

No comments :

Post a Comment