‘নিজে চাইলেও জনগণ আর হাসিনাকে চায় না’
স্বাধীনতার পরে সংসদের সংরক্ষিত আসনগুলোতে দ্বিতীয়বার নারী সদস্য হয়েছে ২ শতাংশের কম। এটাকে করুণার জায়গা বলে মন্তব্য করেছেন সাবেক জাতীয় সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।
বৃহস্পতিবার (৮ মার্চ) রাতে বেসরকারি টেলিভিশন যমুনা টিভিতে অনুষ্ঠিত সমসাময়িক বিষয় নিয়ে ‘২৪ ঘন্টা’ টকশোতে অতিথি হয়ে এসে এ মন্তব্য করেন তিনি।
টকশোতে আলোচনার বিষয় ছিলো ‘বাংলাদেশের রাজনীতিতে নারী’। টকশোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। উপস্থাপনায় ছিলেন মাহফুজ মিশু।
সাবেক জাতীয় সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেন, নারী ক্ষমতায়ন যেভাবে হওয়ার দরকার ২০১৮ তে এসেও সেই ভাবে হয়নি। ইউপি নির্বাচনে নারীরা নমিনেশন পাচ্ছে বা মেম্বার হচ্ছে,
একটু খেয়াল করলেই দেখা যায় যে, তিনটা আসন নিয়ে নারী সংরক্ষিত আসন। যখন নারী বা পুরুষ নির্বাচন করে তখন কিন্তু সংরক্ষিত থাকার কথা না। ওই নারীর কিন্তু বিল-ফিল করার সময় দেখা যায় যে, পুরুষের কাছে করুনার ভিক্ষা করতে হয়।
পুরুষ যদি একটি কম্বল দেয়, ২টি বয়স্ক ভাতা দেয়, সেই নারী এটাই দিতে পারে। আর না দিলে, দিতে পারে না। এই কারণেই সেই ইউপি নারী সদস্য দ্বিতীয়বার আর নির্বাচন করতে চান না।
সে নিজে চাইলেও জনগণ তাকে আর চান না। জনগণ মনে করে, সে কোনো কাজ করতে পারে না। এখানে কোনো নারীর ক্ষমতায়ন হয় না।
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment