দশ ট্রাক অস্ত্র মামলার বাদীর রহস্যজনক মৃত্যু!
দশ ট্রাক অস্ত্র মামলার বাদী পুলিশের সার্জেন্ট হেলাল রহস্যজনক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (১৭ জুন) দিনগত রাতে ফেনীর রামপুরায় এ ঘটনায় ঘটে।
পরিবারের দাবি, রবিবার নিজে গাড়ি চালিয়ে চট্টগ্রামের নিজ কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে অন্যত্র থেকে আসা একটি গাড়ি তার গাড়িকে লক্ষ্য করে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে তার গাড়ি উল্টে যায়। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
পরিবার জানায়, এটি সড়ক দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা। কারণ, সড়ক দুর্ঘটনার অনেক আগ থেকেই হেলালের গাড়িকে লক্ষ্য করে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় অন্য সড়ক থেকে আসা ঘাতক গাড়িটি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে তার পরিবার।
জানা গেছে, দশ ট্রাক অস্ত্র মামলার বাদী হওয়ার পর থেকেই সার্জেন্ট হেলাল ও তার পরিবারকে বিভিন্নভাবে মানসিকভাবে নিযার্তন করা হচ্ছিল। তাকে হত্যার হুমকিও আসতো বিভিন্ন সময়।
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment