সাবেক শিবির সভাপতিসহ দেড়শ’ নেতাকর্মী আটক

No comments

চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়দুল্লাহসহ জামায়াত-শিবিরের প্রায় দেড়শ’ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যার পর নগরীর স্টেশন রোডে অবস্থিত পর্যটন করপোরেশন নিয়ন্ত্রিত ‘মোটেল সৈকত’ হোটেলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

তবে পুলিশের দাবি, ওই হোটেলে গোপন বৈঠক করছিল জামায়াত-শিবির নেতাকর্মীরা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক হোটেলের এক কর্মকর্তা বলেন, গোপন বৈঠক নয়, দুপুর থেকে পারাবার সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিল তারা।

এ বিষয়ে সিএমপি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন বলেন, আটকের সংখ্যা এখন নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আটক সবাইকে থানায় আনা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

No comments :

Post a Comment